ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

৬মাসের শিশু রেখে এনজিও মামলায় মা গ্রেফতার , বাড়িতে কাঁদছে দুধের জন্য শিশু

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা এলাকার  কাপড়ের দোকানি নুরুল আমীন তার   ছয় মাস বয়সের শিশু কন্যা রেখে এনজিওর  মামলায় তার স্ত্রী গ্রেফতার। শিশুটি মায়ের দুধের জন্য বাড়িতে নিয়মিত কান্না করছে। স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য স্ত্রী শাহনাজ পারভীন  ২০১৭ সালে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামে একটি এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। মাসে ৯ হাজার ৫০০ টাকা করে এক বছরে সুদসহ ১ লাখ ১৪ হাজার টাকা পরিশোধ করার কথা ছিল। এনজিওদের নিয়ম অনুযায়ী শাহনাজ পারভীন ঋণের পুরো টাকাই পরিশোধ করে দিয়েছিলেন। কিন্তু মাঝে ২ কিস্তি দিতে দেরি হয়েছিল, কিন্তু পরে শোধ করা হয়েছে। সোমবার বিকেলে ওই এনজিওর মামলায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। এমনকি তার ঘরে ৬ মাসের দুধের শিশু আছে বলা হলেও পুলিশকে জানানো হলেও তাতে কর্ণপাত করেনি। এরপর থেকে নিয়মিত মায়ের জন্য কাঁদছে শিশুটি।শাহনাজের স্বামী নুরুল আমীন বলেন, এনজিও আমাদের ঋণ পরিশোধের প্রত্যয়নপত্র দিয়েছে। তারপরও তারা আমার স্ত্রীর নামে মামলা করে। এ মামলার বিষয়ে আমরা কেউ কিছু জানতাম না। হঠাৎ করে  শ্রীপুর থানা পুলিশ  আমার স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তিনি আরও বলেন, এখন সমস্যা হয়েছে আমার ছয় মাসের শিশু ফাতেমার জন্য। সে এখনো তার মায়ের দুধ ছাড়া কিছুই খায় না। বিকেল থেকেই মায়ের জন্য সে কান্নাকাটি করছে। করোনার মধ্যে এমন পরিস্থিতিতে পড়ব ভাবতেই পারিনি। এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, এনজিওর মামলায় আদালতের পরোয়ানা মূলে ওই নারীকে গ্রেফতার করে।  মঙ্গলবার (২৭ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে টিএমএসএসের শ্রীপুর-১ শাখার ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, শাহনাজ পারভীন নামে বর্তমানে আমাদের কোনো সদস্য নেই, তবে আগে ছিল। তখন আমি এ শাখার ব্যবস্থাপক ছিলাম না। তার কাছে আমাদের কোনো দেনা-পাওনা নেই। তবে তার বিরুদ্ধে কেন মামলা হলো তা আমি বলতে পারব না। আমার আগে যিনি দায়িত্বে ছিলেন বিষয়টি তার জানা থাকতে পারে।টিএমএসএসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, মামলা এবং ওই নারীকে গ্রেফতারের বিষয়ে আমি কিছুই জানি না। জরুরিভাবে স্থানীয় ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, ঋণের টাকা পরিশোধের পরও মামলা এবং দুধের শিশু রেখে একজন নারীকে গ্রেফতার সত্যিই দুর্ভাগ্যজনক। তিনি আরো বলেন বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।  

ads

Our Facebook Page